
বিগত ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে ও পুড়িয়ে মারার নৃশংস ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংগঠ, গার্মেন্টস শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি মানুষ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে, তারই দ্বারাবাহিকতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা, সদর ও পৌর শাখার উদ্যোগে ২২শে ডিসেম্বর বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনের ডাক দিয়েছে। সংগঠনের শীর্ষ স্থানী নেতারা জানায় কক্সবাজার পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন হবে। এতে সকল শ্রেণী পেশার মানুষকে যোগদান করার আহব্বান জানিয়েছে সংগঠনের নেতারা।